ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড়িতে বিশাল গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
বাড়িতে বিশাল গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার 

রাজশাহী: বাড়িতে বিশাল গাঁজার গাছসহ এক নারী র‌্যাবের হাতে ধরা পড়েছেন। গাঁজার চাষ করার অপরাধে মুনজুরা খাতুন (৩৩) নামের ওই নারীকে আটক করেছে র‌্যাব-৫।

 

তিনি রাজশাহীর চারঘাট উপজেলার বার্মনদহ এলাকার মারুফ হোসেনের স্ত্রী।

বুধবার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে র‌্যাব। পরে তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে গাঁজার গাছসহ চারঘাট থানায় সোপর্দ করা হয়।

অভিযানের পর বুধবার দুপুরে র‌্যাব-৫ এর অ্যাডজুটেন্ট সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, আটক নারী মুনজুরা বসত বাড়ির সামনে ১২ ফুট উচ্চতা বিশিষ্ট প্রায় ২০ কেজি ওজনের একটি সতেজ গাঁজার গাছ চাষ করছিলেন। গোপনে খবর পেয়ে তার নেতৃত্বেই অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একজন গাঁজা ব্যবসায়ী বলেও স্বীকার করেছেন। তারপর তাকে আজ দুপুরে গাছসহ তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এসএস/ এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।