ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ঝিনাইদহে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলছাত্র নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিন হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় শৈলকূপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মাহিন হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

নিহতের ফুপাতো ভাই সেলিম হোসেন জানান, শুক্রবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরেছিল মাহিন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র মারা গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।