ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের  হাফিজুল ইসলাম হিফজু

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী হাফিজুল ইসলাম হিফজু (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের ছেলে এবং এ বছর এসএসসি পাস করেছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে হিফজু তার চাচার মোটরসাইকেল নিয়ে পাথরভাঙা এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজারের দিকে আসছিল। পথে বকুলতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়েন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে হিফজু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক হিফজুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।