ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা: মাগুরা জেলা কারাগারের সামনে সড়ক দুর্ঘটনায় গোলাম রাব্বি (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  

রোববার (৬ আগস্ট) দুপুরে শহরের জেলা কারাগারের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি শিমুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

নিহতের বন্ধু তাসকিন বলেন, রাব্বি মোটরসাইকেল নিয়ে মাগুরা থেকে সাজিড়া এলাকায় যাচ্ছিলেন পথেমধ্যে শহরের জেলা কারাগারের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী  ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে বাড়ি লেগে ছিটকে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় পথচারীরা রাব্বিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ দাস বিশ্বাস তাকে মৃত বলে ঘোষণা করেন।  

তিনি বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাতে লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, গোলাম রাব্বি নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহীর ধাক্কায় লাগে। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তবে চালক ট্রাকটি নিয়ে পালিয়েছেন।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।