ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
রাজশাহীতে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল

রাজশাহী: রাজশাহীতে নির্মিত শেখ মুজিবুর রহমানের ‘সবচেয়ে বড়’ ম্যুরালটি সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বেশ দীর্ঘ হওয়ায় শেষ পর্যন্ত এটি ভেঙে ফেলা যায়নি।

তাই সাদা রঙের প্রলেপে ঢেকে দেওয়া হয়।

জেলা পরিষদের জায়গায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ম্যুরালটি নির্মাণ করেছিল। নির্মাণের পর রাসিকের পক্ষ থেকে দাবি করা হয়, এটিই দেশে শেখ মুজিবুর রহমানের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়েকজন রংমিস্ত্রি মই নিয়ে ম্যুরালে কাজ শুরু করেন। সন্ধ্যার মধ্যেই ৫৮ ফুট উচ্চতার ম্যুরালটি সাদা রঙের প্রলেপে ঢেকে ফেলা হয়।

কারা এই মিস্ত্রিদের ভাড়া করেছিল তা জানা যায়নি।  বিষয়টি নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।  উপস্থিত লোকজনও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ম্যুরালটির উচ্চতা ৫৮ ফুট হলেও মূল অংশের উচ্চতা ৫০ ফুট। এটি ৪০ ফুট চওড়া। সীমানাপ্রাচীরের দুই পাশে ৭০০ বর্গফুট টেরাকোটার কাজ রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের দিন এই ম্যুরালের সামনের কিছু অংশ ও টেরাকাটা ভেঙে ফেলা হয়। কিন্তু অনেক উঁচু হওয়ায় ম্যুরালটি ভেঙে ফেলা যায়নি।

তবে ওই দিন রাজশাহীতে থাকা শেখ মুজিবুর রহমানের বেশির ভাগ ম্যুরালই গুঁড়িয়ে দেওয়া হয়। সবশেষ ৬ ফেব্রুয়ারি এক্সকাভেটর দিয়ে রাজশাহী কলেজে থাকা ম্যুরালটি গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।