ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটে পড়ে ছিল লুঙ্গি-গামছা, পুকুরে মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ঘাটে পড়ে ছিল লুঙ্গি-গামছা, পুকুরে মিলল মরদেহ

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পুকুর ডুবে প্রাণ গেলো তৌহিদুল ইসলাম তুহিন (৩০) নামে এক যুবকের।  

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজী বাড়ির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

তুহিন উপজেলার সাদেক আলী ভূঞা বাড়ির মৃত আবুল বশরের ছেলে।

তুহিনের পরিবার জানায়, চট্টগ্রামের মিরসরাই এলাকায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন তুহিন। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে গোসল করতে বাড়ির সামনের পুকুরে যান তিনি। এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় তাকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পুকুর ঘাটে লুঙ্গী গামছা পড়ে থাকতে দেখে পুকুরে নেমে খোঁজ শুরু করেন স্থানীয় লোকজন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তুহিনের আগে থেকে ‘মৃগী’ রোগ ছিল বলে পরিবারের সদস্যরা জানান।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।