ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের একদিন পর নদীতে মিলল কৃষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
নিখোঁজের একদিন পর নদীতে মিলল কৃষকের মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরের আত্রাইখালী নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর হোসেন আলীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

এর আগে সোমবার (৭ আগস্ট) সকালে নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।  

হোসেন আলী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের কর্মীরা জানায়, সোমবার সকালে বিলের ধান ক্ষেতে ধানের চারা রোপণের জন্য বের হন হোসেন আলী। যাওয়ার পথে নদী সাঁতারে পার হওয়ায় সময় পানিতে ডুবে  নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের ১ কিলোমিটার দুরে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।