ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোবার পানিতে ভাসছিল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ডোবার পানিতে ভাসছিল নবজাতকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচির একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ আগস্ট) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার সূবর্ণসাড়া মহাশ্মশান এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নবজাতকের মরদেহটি সূবর্ণসাড়া মহাশ্মশানের পাশে একটি ডোবার পানিতে ভাসছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করেছি। তবে এর কোনো ওয়ারিশ বা অভিযোগ না থাকায় মরদেহটি দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।