ঢাকা: মৌলভীবাজারে কুলাউড়া থানায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শনিবার (১২ আগস্ট) সিটিটিসির সোয়াট টিমের পরিচালিত এ অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন হিলসাইড'।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 'অপারেশন হিলসাইড' নামে অভিযান চালাচ্ছে সিটিটিসির সোয়াট টিম।
তিনি আরও জানান, অভিযান চলমান, শেষ হলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
পিএম/এসআইএ