ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রশ্ন ফাঁস করায় ৭ ডাক্তারসহ গ্রেপ্তার ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
প্রশ্ন ফাঁস করায় ৭ ডাক্তারসহ গ্রেপ্তার ১২

ঢাকা: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ৭ জন ডাক্তারসহ প্রশ্ন ফাঁসকারী চক্রের মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১২ আগস্ট) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ৭ জন ডাক্তারসহ প্রশ্নফাঁসকারী চক্রের মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর মালীবাগ সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।