ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১২ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ দণ্ড দেন।

 

এর আগে নলকা ইউনিয়নের কুমাজপুর এলাকায় অভিযান চালিয়ে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও তৃপ্তি কণা মণ্ডল বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল।

বারবার সতর্ক করার পরেও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।