বরিশাল: চুরি মামলায় একবছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মো. গোলাম মোস্তফার।
দীর্ঘ ৩৫ বছর দেশ ও বিদেশে পলাতক থাকা মোস্তফাকে শুক্রবার (১১ আগস্ট) রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল।
গ্রেপ্তার হওয়া গোলাম মোস্থফা (৫৫) উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের মৃত আ. রহমান হাওলাদারের ছেলে।
ওসি তুষার কুমার মণ্ডল বলেন, চুরি মামলা হওয়ার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় গোলাম মোস্তফা। ওই মামলায় ১৯৮৮ সালে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে আর গ্রামে ফিরে আসেনি।
জানা গেছে, দেশ ও বিদেশে আত্মগোপনে ছিলেন তিনি। দেশে ফিরে সাভারে বাড়ি করে বাস করছে মোস্তফা। গোপনে এ খবর পেয়ে সাভার মডেল থানার সহযোগিতায় শুক্রবার রাতে চাপাইন তালতলা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমএস/এসএম