ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে মাদরাসা ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
কাপ্তাইয়ে মাদরাসা ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় আল-আমিন নুরানি মাদরাসা ও শিশু সনদ এতিমখানার ছাদ থেকে পড়ে সুলতান মাহমুদ (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন।

নিহত সুলতান চট্টগ্রাম মহানগরের অক্সিজেন ব্যাপারী পাড়ার রফিক উদ্দিনের ছেলে। সে ওই মাদরাসাটির চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

ওসি বলেন, রোববার (১৩ আগস্ট) বিকেলে ছাত্ররা সবাই মিলে মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় হঠাৎ সুলতান মাহমুদ পা পিছলে পড়ে যায়। এরপর কর্তৃপক্ষ আহত ছাত্রকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদরাসায় নিয়ে আসেন। এরপর ছাত্রের পরিস্থিতি জটিল হলে তাকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো হয়। এরপর ওইদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে সোমবার সকালে চট্টগ্রামে শিশুটির জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।