ঢাকা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা থেকে পাঁচ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (১৬ আগস্ট) সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষকসমিতির আলোচনা সভায় নিম্নলিখিত প্রস্তাবনাসমূহ পেশ হয়েছে বলে জানানো হয়ঃ
(১) স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা কোনভাবেই গ্রহণযোগ্য নয় । কোন ব্যক্তি বা গোষ্ঠী জতির পিতাকে অসম্মানের অধিকার রাখেন না। যদিও এটি সাংবিধানিকভাবে লিপিবদ্ধ রয়েছে অনেক সময়ই এর ব্যতয় ঘটছে বিধায় শিক্ষক সমাজ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে বাস্তবিক ক্ষেত্রে সঠিকভাবে প্রযোগের সুপারিশ করেন।
(২) বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত (মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরীসহ ও অন্যান্যরা) খুনিদের অতিসত্ত্বর দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদানের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
(৩) একটি বিশেষ কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও নেপথ্য কুশীলবদের বিচারের আওতায় আনার জোর দাবি তোলা হয় এ আলোচনা সভায় । এক্ষেত্রে এদেশের প্রথম সামরিক শাসক জিয়াউর রহমানকে বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত একজন মূল পরিকল্পনাকারী হিসাবে আখ্যায়িত করা হয়।
(৪) বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামক কোর্সটি সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোর্স হিসাবে প্রবর্তনের বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল, কারিগরী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কোর্স পাঠদান অতি আবশ্যক বলে মত প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী।
(৫) সর্বোপরি, স্থানীয় ও বৈশিক মোড়লদের নানামুখী অপতৎপরতা, ষড়যন্ত্র, বঙ্গবন্ধু ও বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বলিষ্ঠ ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ।
বাংলাদেশ সময়: ঘণ্টা ২২০৯ আগস্ট ১৬,২০২৩
এমএম