ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
শ্যামপুরে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

ঢাকা: ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই, মাদক ব্যবসা ও গাড়ি চুরি চক্রের মূলহোতাসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বুধবার (১৭ আগস্ট) রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন মূলহোতা মো. বাবুল হোসেন (৫৩), আব্দুল হালিম (৩৮), মো. আমির হোসেন (২৮) ও মো. ইসহাক ব্যাপারী (১৯)।

এ সময় তাদের কাছ থেকে একটি পুলিশ মনোগ্রামযুক্ত কালো ব্যাগ, একটি পুলিশ লেখা সম্বলিত পিস্তল কভার, একটি হ্যান্ডকাফ, দুইটি চাকু, ৫০টি ইয়াবা ট্যাবলেট, ছিনতাই করা কিছু টাকা ও একটি চোরাই সিএনজি জব্দ করা হয়।  

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার    রাজধানীর খিলগাঁও থানার জোড় পুকুরপাড় মাঠ সংলগ্ন শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ছিনতাই, মাদক ব্যবসা এবং গাড়ি চুরি চক্রের মূলহোতাসহ চারজনকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, বাবুল হোসেন এই চক্রটির মূলহোতা ও তার পরিকল্পনা অনুযায়ী এই চক্রটির সব কার্যক্রম পরিচালনা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে ছিনতাই, মাদক ব্যবসা এবং গাড়ি চুরির মতো বিভিন্ন অপরাধ করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।