ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘অপরিকল্পিত নগরায়ণ ডেঙ্গু বিস্তারের কারণ’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
‘অপরিকল্পিত নগরায়ণ ডেঙ্গু বিস্তারের কারণ’

ঢাকা বিশ্ববিদ্যালয়: অপরিকল্পিত নগরায়ণ ডেঙ্গুর মতো রোগ বিস্তারের অন্যতম কারণ বলে অভিমত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ আল আমিন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে ‘ডেঙ্গু মশার প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত দেন।

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. লোকমান হোসাইন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থা না হলে মানুষ হাসপাতালে যেতে চায় না। আবার হাসপাতালেও পর্যাপ্ত ধারণ ক্ষমতা নেই। তাই শুধু চিকিৎসা সুবিধা বাড়ালেই হবে না, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা। অপরিকল্পিত নগরায়ণ ডেঙ্গুর মতো রোগ বিস্তারের অন্যতম কারণ। বাংলাদেশ নগরায়ণের মধ্য দিয়ে যাচ্ছে, তাই পরিকল্পিত নগরায়ণে আমাদের দৃষ্টি দিতে হবে।

প্রো-উপাচার্য বলেন, উন্নত বিশ্বে গবেষণার জন্য ডেঙ্গু রোগের তথ্য সংরক্ষিত থাকে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু রোগ ও রোগীর বিষয়ে পর্যাপ্ত তথ্য সংরক্ষণ করা হয় না। তবে এ বছর প্রথমবারের মতো স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীদের তথ্য সংরক্ষণ করছে, যা প্রশংসাযোগ্য। তিনি ডেঙ্গু রোগ বিস্তার সম্পর্কে সচেতনতা বাড়াতে সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সেমিনারে ‘Dengue Mosquitoes: Identification, Surveillance and Control Measures’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. হাসানুজ্জামান।  

এ সময় ‘Dengue Epidemiology in Bangaladesh: How far are we from an Effective Vaccine’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবি’র ইমার্জিং ইনফেকশন অ্যান্ড প্যারাসাইটোলজি ল্যাবরেটরি বিভাগের সায়েন্টিস্ট ড. মোহাম্মদ শফিউল আলম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।