ঢাকা: একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ১৬ আগস্ট দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমইউএম/এএটি।