ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তরুণ নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তরুণ নিহত 

ময়মনসিংহ: দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মো: রাজন (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মো: মাসুদ (৩২) নামের অপর এক যুবক।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার শাহগঞ্জ সড়কের দারিয়াপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের বাসিন্দা মো: আয়নাল হকের ছেলে।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, দারিয়াপুর নামক এলাকায় হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় দুই মোটরসাইকেলের যাত্রী।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মো: রাজনকে মৃত ঘোষণা করে।  

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ  সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসএএইচ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।