ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

৩ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
৩ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 

ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগির ১০টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯ টার দিকে ত্রিশালের ফাতেমা নগর এলাকায় ট্রেনটি লাইনচ্যুতের ঘটনা ঘটে।  

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন

তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮ টা ৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছাড়িয়ে ট্রেনটি কিছুদূর এগুতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে মশাখালী স্টেশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।  

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহত হয়নি। উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কমপক্ষে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ২১,২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।