ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা আটক

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. অহিদুল্লাহকে (২৩) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।  

অভিযানে তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, রোববার (২০ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অহিদুল্লাহ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ডোমারচর এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি দীর্ঘদিন ধরে তার চক্রের অন্য সহযোগীদের সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করা মোটরসাইকেল নিজের কাছে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতেন। এছাড়াও এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানা যায়। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।  

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।