ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিটিআই প্রতারণায় ৪ জনের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
বিটিআই প্রতারণায় ৪ জনের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

ঢাকা: এডিস মশার লার্ভা ধ্বংসে আমদানি করা ব্যাকটেরিয়া বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) নিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ায় গুলশান থানায় মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় গুলশান থানার এসআই মো. মামুন মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মামুন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে একটা মামলা হয়েছে। ৪ জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।  

ডিএনসিসি সূত্রে জানা যায় আসামিরা হলেন: মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন, একই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ ও লি কিউইয়াং ।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমএমআই/জএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।