ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পার্ক কর্মচারীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ধামরাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পার্ক কর্মচারীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪ ধামরাই থানা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে আলাদীন’স পার্কে কয়েকজন শিক্ষার্থীর মোবাইল হারানোকে কেন্দ্র করে পার্কের কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পার্কের চার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম।

বুধবার রাতে সংঘর্ষের পর ঢাকার মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের পক্ষ থেকে পার্কের চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে পার্কের দুজন কর্মচারী হলেন অন্তর ও সুমন। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ঢাকার মিরপুর এলাকার বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ থেকে আলাদীন’স পার্কে পিকনিকে আসেন শিক্ষার্থীরা। সুইমিংপুলের লকার থেকে কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বলে অভিযোগ করেন তারা। পরে শিক্ষার্থীরা বিষয়টি পার্কের স্টাফদের জানালে তারা ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। পরে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গতকাল সকালে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬৫০ জন শিক্ষক-শিক্ষার্থী পার্কটিতে পিকনিকে আসেন। দুপুরে সুইমিং পুলে গোসলের আগে কয়েকজন শিক্ষার্থী পার্কের লকারে তাদের মুঠোফোন ও মানিব্যাগ রাখেন। গোসল থেকে ফিরে শিক্ষার্থীরা দেখেন লকার থেকে কয়েকজন শিক্ষার্থীর মুঠোফোন ও মানিব্যাগ হারিয়ে গেছে। পরে বিষয়টিকে কেন্দ্র করে পার্কের স্টাফদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়।

এ সময় শিক্ষকরা প্রথম দফায় উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেন। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কয়েকজন শিক্ষার্থী মুঠোফোন ও মানিব্যাগ হারানোর ক্ষোভ থেকে চেয়ার ভাঙচুর করার পাশাপাশি বেরিয়ে যাওয়ার সময় পার্কের জানালার কাচ ভাঙচুর করেন। এক পর্যায়ে পার্কের লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

বনফুল আদিবাসি গ্রিনহার্ট কলেজের শিক্ষক মো. মফিজুল ইসলাম মাহফুজ বলেন, মোবাইল হারানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা করে পার্কের লোকজন। হামলায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলেজের শিক্ষিকা মরিয়ম জামিলা বলেন, পার্কের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা করে পিকনিকের অন্তত ১০টি বাস ভাঙচুর করে। হামলায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ গতকালই মামলা দায়ের করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে ভোর রাতে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।