সিরাজগঞ্জ: জেলায় ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ অ্যান্ড কনফেকশনারির সামনে অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসআইএ