ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
ইয়াবাসহ ২ কারবারি আটক

সিরাজগঞ্জ: জেলায় ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নাটোর জেলার লালপুর থানার মনিহার গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইমন আলী (২০) ও রামকৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে শামীম আহম্মেদ (৩০)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ অ্যান্ড কনফেকশনারির সামনে অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।