ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সবজি ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারে প্রাণ গেল ২ ভাইয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
সবজি ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারে প্রাণ গেল ২ ভাইয়ের

খুলনা: জেলায় বিদ্যুতায়িত ফসলি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে সবজিক্ষেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ ও ইকবাল শেখ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শা‌হিন বাংলানিউজকে বলেন, রূপসার আনন্দনগরে এক‌টি সব‌জি ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের সং‌যোগ (ক্যাবল) দেওয়া ছিল। নিহত দুই ভাই যাতায়াতের সময় তা‌রে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মারা যান।

এদিকে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।