ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আড়াইহাজারে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিক্ষার মান বাড়াতে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই সাইকেলগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান ও বিভাগীয় প্রধানরা।

পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হকের সঙ্গে আড়াইহাজার উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সব বিভাগীয় কর্মকর্তা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমীন মোল্লা,   উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা সমাজসেবা কমকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রীতা ফারিয়া, দারিদ্র বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার আকন্দ, তথ্য সেবা কর্মকর্তা তসলিমা আক্তার উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।