নাটোর: নাটোরে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ মো. সাগর আলী (২১) ও সালাহ উদ্দিন (২১) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
সোমবার (২১ আগস্ট) দিনগত রাত সোয়া ৩টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৪ কোটি টাকা। জেলায় এটাই প্রথম কোন মাদক দ্রব্যের বড় চালান ধরা পড়ল।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ লাইনস মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
আটক সাগর আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মিয়া সাহেবপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও সালাহ উদ্দিন গাজিপুরের কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মো. সেলিমের ছেলে। এদের মধ্যে সাগর আলী ট্রাকের চালক ও সালাহ উদ্দিন হেলপার হিসেবে ছিল।
প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে চেকপোস্ট বসানো হয়। রাত সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি হলুদ রঙের টাটা ট্রাক বড়হরিশপুরস্থ মেসার্স মুন মটরসের দোকানের সামনে থামানো হয়। একপর্যায়ে ট্রাকটি তল্লাশি চালিয়ে ড্যাশ বোর্ডের ভেতরে পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেট থেকে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। সেই সঙ্গে ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর সদর থানায় সোপর্দ করা হয়েছে। আর মাদক পাচারের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরএ