সিলেট: ফুটবলে দীর্ঘ দেড় যুগের দলীয়করণের কারণে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময় খেলাধুলায় এমন মাত্রায় দলীয়করণ হয়েছে যে, এর নেতিবাচক প্রভাব এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের কাসিম আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মিডবার নাইট ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাইয়ুম চৌধুরী আরও বলেন, ফুটবল আমাদের অন্যতম জনপ্রিয় খেলা। এমন আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সরকার ও সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনগুলোকে দেশের ফুটবলের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ’র সভাপতিত্বে এবং ছাত্রনেতা হাফিজুল করিম সায়মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রায়হান।
স্থানীয় নেতাকর্মীর মধ্যে আরও উপস্থিত ছিলেন-এনায়েত হোসেন রুহেল, মুহিব উদ্দিন বেলাল, রেজাউর রহমান চৌধুরী রাজু, ফখরুল ইসলাম পাপলু, সাদিকুর রহমান টিপু, আতাউর রহমান চৌধুরী মনাই, হোসেন আহমদ ইরন, আব্দুস সালাম জুয়েল, রুহুল আমিন, শাহিন আহমদ, বদরুল ইসলাম খান, নুরুল ইসলাম নাহিদ, মেহেদী হাসান রফি, রাহিবুল হাসান চৌধুরী সুজন, রাসেল আহমেদ, কমল হাসান বাবর প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এনইউ/আরএ