ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
হবিগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

শনিবার (২৬ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়।

 

আটক হলেন- হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি এলাকার মৃত শাহ বাবুল উদ্দিনের ছেলে শাহ জসীম উদ্দিন (৩৫) ও সদর উপজেলার আনোয়ারপুর গ্রামের রনু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৩)।  

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ওই দুই যুবকের নামে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।