ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ড্রেনে লুকিয়ে থাকা ব্যক্তিকে স্ল্যাব ভেঙে উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
সিলেটে ড্রেনে লুকিয়ে থাকা ব্যক্তিকে স্ল্যাব ভেঙে উদ্ধার

সিলেট: সিলেট ড্রেনে লুকিয়ে থাকা ব্যক্তিকে স্ল্যাব ভেঙে উদ্ধার করল ফায়ার সার্ভিস।

রোববার (২৭ আগস্ট) দুপুরে নগরের লামাবাজারের সরষপুর এলাকায় ড্রেনের স্ল্যাব ভেঙে ভেতর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সরষপুর এলাকায় ড্রেনের ভেতরে ওই ব্যক্তির অবস্থান টের পেয়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এনইউ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।