হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নূরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুরাবই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, সাবেক এ চেয়ারম্যান এনআই অ্যাক্টের তিনটি মামলায় আদালত থেকে সাজার আদেশপ্রাপ্ত। তার নামে আরও কয়েকটি মামলা রয়েছে।
এসব মামলায় মুখলিছ মিয়া আরও কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। তিনি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (ভিজিডি) চাল আত্মসাতের অভিযোগে।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
আরএ