ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, সেপ্টেম্বর ৩, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় ট্রাকচাপায় ইশতিয়াক হোসেন খান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শান্ত মোল্লা ও মো হৃদয় জানান, চৌরাস্তায় একটি বাস থেকে নামার পর তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইশতিয়াকের স্ত্রী শিউলি খান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বুরুমদি গ্রামে। তবে পরিবার নিয়ে রাজধানীর শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন। প্রতি সপ্তাহে তিনি গ্রামের বাড়িতে যান বাড়িঘর দেখাশোনার জন্য। গত বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যার পর সেখান থেকেই শান্তিবাগের বাসায় ফিরছিলেন। তার ফোন থেকেই দুর্ঘটনার খবর পান তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।