ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় শাহজাহান আলী (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাথুলী বাসস্ট্যান্ডের পরের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহজাহান আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায় ভাঙ্গামোড় গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি আরএফএল গ্রুপের সেলস রিপ্রেজেন্টিভ হিসেবে কাজ করতেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বাংলানিউজকে বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে তিনি যাওয়ার পথে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অজ্ঞাত পরিবহনটি সিসিটিভি পর্যবেক্ষণ করে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।