ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইমামের মরদেহ মিলল পুকুরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
ইমামের মরদেহ মিলল পুকুরে প্রতীকী ছবি

সিলেট: সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার একটি পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন নামে মসজিদের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুরে তার মরদেহটি পাওয়া যায়।

তিনি ওই মসজিদে ইমাম ও খতিব ছিলেন।

নিহত আলাউদ্দিনের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।

স্থানীয়রা জানান, ৮ মাস থেকে মাওলানা আলাউদ্দিন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিয়োজিত। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের পড়ানোর পর ছুটি দেন। এরপর সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী তার টিফিনের খাবার নিয়ে যান। এ সময় তিনি খাবার রেখে ছাত্রদের চলে যেতে বলেন। পরে মসজিদের পুকুরে গোসল করতে নামেন ইমাম আলাউদ্দিন।

স্থানীয়রা মসজিদের পুকুর ঘাটে ইমামের কাপড় পড়ে থাকতে দেখেন। কিন্তু এ সময় তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পুকাশ জামে মসজিদ পরিচালনা কমিটির কোষ্যাক্ষ সেলিম আহমদ সেখানে আসেন। পুকুরে জাল ফেলে তিনি ইমামকে খোঁজেন। পরে তার মরদেহ জালে ভেসে ওঠে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, মসজিদের পুকুর থেকে স্থানীয়রা মাওলানা আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করেছেন।

পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ইমামের মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে। তদন্ত চলমান বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।