ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
নগরকান্দায় ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রহিমা একই উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, বাকপ্রতিবন্ধী নারী রহিমা কানে কম শুনতেন। যে কারণে তিনি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন আসার শব্দ শুনতে পাননি। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।