ঢাকা: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।
এদিন দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তিনি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন। এছাড়া সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন লাভরভ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সের্গেই লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই দিনে সন্ধ্যায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।
রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
উল্লেখ্য, আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জাকার্তা থেকে ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
টিআর/এসএএইচ