ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, গ্রেপ্তার ১

হবিগঞ্জ: জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ওষুধ ছিটিয়ে লোকদের অজ্ঞান করে পরিবারের মালামাল হাতিয়ে নেওয়ার ঘটনায় হযরত আলী (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার রেলওয়ে জংশন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা ২২টি ঘুমের ট্যাবলেট ও চেতনানাশক ওষুধ জব্দ করা হয়।  

আলী কিশোরগঞ্জ জেলার বাসিন্দা আব্দুল কুদ্দুছের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. নাজমুল হক কামাল বলেন, চেতনানাশক ছিটিয়ে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ছিটিয়ে লোকদের অজ্ঞান করে অনেক পরিবারের মালামাল হাতিয়ে নেওয়ার খবর পাওয়া যাচ্ছে। চেতনানাশক ছিটিয়ে চুরির প্রথম ঘটনা মাস খানেক আগে ঘটে উপজেলার সাবাশপুর গ্রামে আবদাল মিয়ার বাড়িতে। এরপর একই কায়দায় ১৩টি চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন: চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, পুলিশ বলছে গুজব

বাংলাদেশ সময়:০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।