ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সুকর্মের মধ্য দিয়ে শিশু কিশোরদের মধ্যে পান্না কায়সার অমর হয়ে থাকবেন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
সুকর্মের মধ্য দিয়ে শিশু কিশোরদের মধ্যে পান্না কায়সার অমর হয়ে থাকবেন 

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অমর হয়ে থাকবেন পান্না কায়সার। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধের সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।

 

শুক্রবার বাংলা একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান শহিদজায়া অধ্যাপক পান্না কায়সারের প্রয়াণে আয়োজিত শোকসভায় বক্তারা এ কথা বলেন।  

আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে...গানের মধ্য দিয়ে শোকসভা শুরু হয়।  

বক্তারা বলেন, অন্ধকারের শক্তি প্রবল হয়ে আমাদের সব অর্জন আচ্ছন্ন করে ফেলেছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ নানা সংকটের মুখে। দেশটা আজ পাকিস্তানের মতো খারাপ জায়গায় গেছে। তাই সবাই মিলে দেশ গড়ার কাজ করতে হবে। তাহলে তাঁর আত্মা যেমন শান্তি পাবে, আদর্শের বাস্তবায়ন হবে।

সভায় শিক্ষাবিদ, লেখক গবেষক ও সংগঠক পান্না কায়সারের জীবন কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

তারা বলেন, পান্না কায়সারের চলে যাওয়া মানেই দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।  আজকের শিশুদের একটি অংশ নানা কারণে অন্ধকারের পথে পা বাড়িয়েছে। বৈরী পরিস্থিতিতে তিনি আলোকিত সমাজ বিনির্মাণে শিশুদের নিয়ে সারাদেশে কাজ করেছেন। তিনি ছিলেন চেতনার বাতিঘর। অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটির নাম বাঁচিয়ে রাখতে হলে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি খেলাঘর আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. মাখদুমা নার্গিস রত্না।  

শোকসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান,  বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ  নূরুল হুদা, বরেণ্য রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম, ম. হামিদ, অমিত রঞ্জন দে, ড. শাহাদত হোসেন নিপু, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক শ্যামল দত্ত ও পান্না কায়সারের ছেলে অমিতাভ কায়সার।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
ইএসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।