ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ছাদে কবুতর দেখতে গিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
ছাদে কবুতর দেখতে গিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে একটি বাড়ির ছাদে কবুতর দেখাশোনা করার সময় নিচে পড়ে জিল্লুর রহমান জীবন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামীবাগ ৩৭/বি নম্বর ৩ তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা তার ছোট ভাই মো. রতন ও স্বজনরা জানান, তারা নিজেদের ওই বাড়িতেই থাকেন। পুরান ঢাকার আলুবাজারে জীবনের নিজের স্যানিটারির দোকান আছে। এছাড়া বাড়ির ছাদে বহুদিন ধরে কবুতর পালন করেন তিনি। তবে ছাদে কোনো রেলিং নেই। সন্ধ্যায় কবুতর দেখাশুনার জন্য ছাদে যান। এর কিছুক্ষণ পর সেখান থেকে পা পিছলে নিচে পড়েন যান।  

পরে দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরও জানান, ২০ দিন আগে ছেলে সন্তানের বাবা হয়েছেন জীবন। তবে তার স্ত্রী-সন্তান নারায়ণগঞ্জে বাবার বাড়িতে আছেন। তবে আজ শরীর একটু খারাপ লাগায় বাসায় ছিলেন। পরে বাড়ির ছাদে কবুতর দেখতে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।