ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
সিলেটে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

সিলেট: বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের একটি মসজিদের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও নুরা বেগম (৫) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

আব্দুল্লাহ তাওছিফ উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে। নুরা বেগমের বাবার নাম ছালিক আহমেদ, তিনি কাতার প্রবাসী। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিল।

স্থানীয়রা জানান,  বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মসজিদের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু দুটির মরদেহ দাফনের জন্য বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।