ঠাকুরগাঁও: জেলায় মোটরসাইকেল ও গাড়ি চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তারকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভাণ্ডারা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং ওই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
এরআগে, রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানামূলে উপজেলার রংপুরিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি গুলফামুল ইসলাম মণ্ডল জানান, মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে রোববার গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৪৩টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসআইএ