ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ফেনসিডিলসহ ৪ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
ময়মনসিংহে ফেনসিডিলসহ ৪ কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী ময়লাকান্দা এলাকায় ১৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের বিধু কর্মকার (৪৫), ফুলপুরের প্রবীর সরকার (৪৫), নালিতাবাড়ীর মো. রাকিব (২৬) ও আবুল হোসেন (৩৫)।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। আর এ কারণেই মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।