ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খড়ের গাদায় চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
খড়ের গাদায় চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

ফেনী: ফুলগাজীতে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরো হলেন- বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) ও দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।  

জানা যায়, নিহত সুমি আক্তার সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ ও সিয়াম তার পাশে খেলা করছির। হঠাৎ খড়ের গাদাটা তাদের উপর ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই সন্তানসহ সুমি আক্তার গাদায় নিচে চাপা পড়ে।  

পরে আহত অবস্থায় উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাদের মৃত ঘোষণা করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।