ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, সেপ্টেম্বর ২১, ২০২৩
গাজীপুরে ট্রাক চাপায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু   জামাল উদ্দিন

সাভার, (ঢাকা): গাজীপুরে ট্রাক চাপায় আহত জামাল উদ্দিন (৫৬) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।  নিহত জামাল গাজীপুর জেলা ট্রাফিকের এটিএসআই পদে কর্মরত ছিলেন।

 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডের গাজীপুর জেলার ট্রাফিক পুলিশ বক্সের সামনে জামাল উদ্দিন সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সিকদার বাংলানিউজকে বলেন, পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩ 
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।