ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
রাজবাড়ীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে এবার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকিবুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের এলাকার প্রধান সড়কে এটি ঘটে।

নিহত রকিবুল কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। রকিবুল কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন।

রকিবুলের বড় ভাই জহিরুল ইসলাম জানায়, ছোট ভাই রফিকুল ইসলাম কৃষি কাজ করতেন। সকালের দিকে জরুরি কাজে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে খবর আসে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকিবুল গুরতর আহত হয়েছে।  

পরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।