ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
মিরপুরে গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুর পশ্চিম কাজীপাড়া এলাকা থেকে গোপন সংবাদে শালা দুলাভাইসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

তারা হলেন, মো. সোহেল (২৯),  মো. ময়নুল ওরফে ময়নাল (২৯) ও মো. বিকাশ হোসেন (১৯)।

এদের মধ্যে বিকাশ ও সোহেল সম্পর্কে শালা-দুলাভাই।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, আটক ৩ জন পেশাদার মাদক কারবারি। তারা কুষ্টিয়া জেলা এলাকা থেকে গাঁজা ক্রয় করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। এই গাঁজা বিক্রির জন্যই তারা আলাদা বাসা ভাড়া করেন। সোহেল বিভিন্ন অর্ডার নেন, আর বিকাশ তা ডেলিভারি দেন।  

গ্রেপ্তার এড়াতে এসব গাঁজা বিক্রির জন্য বিকাশ বিভিন্ন ধরনের ছদ্মবেশে চলাফেরা করেন। কখনও তিনি স্কুলছাত্র সেজে ব্যাগে করে গাঁজা পৌঁছে দেন, কখনও প্রবাসী সেজে বড় ব্যাগে গাঁজা বহন করেন। এছাড়া কখনও ভাঙারি বিক্রেতা সেজে ছোট ড্রামে করে গাঁজা পৌঁছে দেন।  

তিনি আরও বলেন, গোপন সংবাদে আজ সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।