ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ৫২ বোতল মদসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
নালিতাবাড়ীতে ৫২ বোতল মদসহ কারবারি আটক

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৫২ বোতল মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক আমিনুল শেরপুর জেলা সদর উপজেলার পাকুরিয়া ভাটিপাড়ার এলাকার মো. আশা মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে পরিচালনা করা হয়। সে সময় কালাপানি বেকারি এলাকায় কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৫২ বোতল মদসহ আমিনুলকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।