ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে নানান আয়োজনে পর্যটন দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, সেপ্টেম্বর ২৭, ২০২৩
রাজশাহীতে নানান আয়োজনে পর্যটন দিবস উদযাপন বিশ্ব পর্যটন দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা।

রাজশাহী: রাজশাহী জেলা প্রশাসন ও পর্যটন মোটেলের যৌথ আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপন হয়েছে।  

দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ‘পর্যটন পরিবেশবান্ধব বিনিয়োগ’ স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেল রাজশাহী চত্বরে গিয়ে শেষ হয়।

এখানে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

পর্যটন মোটেল রাজশাহীর ব্যবস্থাপক মোতাহার হোসেনে সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিসুল ইসলাম।

এরপর পর্যটন মোটেল রাজশাহীর হলরুমে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. গোলাম কিবরিয়া ফেরদৌস।

এছাড়াও আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর উদয় শংকর বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।