ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়কের পাশে মিলল বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
সিলেটে সড়কের পাশে মিলল বৃদ্ধের মরদেহ প্রতীকী ছবি

সিলেট: সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)  দুপুর ২টার দিকে স্থানীয় এক ব্যবসায়ী বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি মডেল থানায় খবর দেন।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নগরের বন্দরবাজার এলাকায় ব্যবসায়ীদের কয়েকজন বলেন, গত কিছুদিন ধরে লোকটি রংমহল টাওয়ারের আশপাশে ফুটপাতে রাত কাটাতো। বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেপল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। মারা যাওয়া লোকটি অপ্রকৃতস্থ ছিল বলে জানিয়েছেন আশপাশের ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।