ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বীর বাহাদুর

রাঙামাটি: কৃষকরা আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।  

তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষির উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক তৈরি করেছেন।  

সোমবার (০২ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনায়তনে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের ভালো উদ্যোগের কারণে কৃষিতে উন্নয়ন হচ্ছে। আধুনিক মেশিনারিজ দেওয়া হচ্ছে কৃষকদের। জমিতে সারা বছর চাষাবাদ হচ্ছে। বিনামূল্যে কৃষকদের মধ্যে গাভি বিতরণ, সাড়ে ৪৪ হাজার মানুষকে বিনামূল্যে সোলার বিতরণ করা হয়েছে।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে পাহাড়ে শান্তি এনেছেন রাজনৈতিকভাবে। ৯৭ সালে শান্তি চুক্তি করেছেন। বর্তমানে পাহাড়ের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কৃষকদের ভর্তুকি দিয়ে সার, কৃষি আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। খাদ্যে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয়, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেন মন্ত্রী।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য হারুনুর রশীদ, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলার ১০ উপজেলার ৩২০ জন কৃষকের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।