ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিসানীতি নিয়ে যেগুলো হচ্ছে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
ভিসানীতি নিয়ে যেগুলো হচ্ছে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো সবই অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির অন্তর্ভুক্তদের তালিকা আমরা পাইনি।

যাদের তারা ভিসা দেবে না এমন কোন নামও আমাদের কাছে আসেনি।  ভিসানীতি নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো মনে হয় সবই অতিরঞ্জিত, সত্যি ঘটনা নয় এগুলো।

সোমবার (০২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অনেক পুলিশ কর্মকর্তার বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমাদের কাছে এ ধরণের সংবাদ নেই। আমরা শুনেছি তবে আমাদের কাছে প্রমাণ আসেনি। আমরা তো শুনি সবারই আছে। অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশের শুনতেছি থাকতে পারে। সবারই আছে। যুক্তরাষ্ট্র তো অনেকের কাছে যাওয়ার জায়গা, বাসস্থাসের জায়গা। সেজন্য অনেকে হয়তো গিয়েছেন, বাড়ি করেছেন। তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন। সেখানে আমাদের কিছু বলার নেই।

অর্থের উৎস কী জানতে চাইলে মন্ত্রী বলেন, সেই বিষয়ে তারা জবাব দিবেন। সরকার জবাব দিবে না। তারা সেই দেশের সরকারকে জানান দিবেন। আমাদের দেশ থেকে যদি নিয়ে যায় আমরা সেটা দেখব।

বিএনপি বলেছে তারা পরবর্তী সময়ে কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নেবে না বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রথম কথা হলো তারা তো অনেক কিছুই করেন যা আইনসিদ্ধ নয়, জনদুর্ভোগ সৃষ্টি করে। সেগুলো আপনারা নিশ্চয়ই দেখে আসছেন। আবুজর গিফারী কলেজের সামনে রাস্তাঘাট বন্ধ করে কৃষক দল সমাবেশ করছে, তারা পুলিশের অনুমতি নেয়নি। সেক্ষেত্রে তাদের আইন মেনে চলার জন্য বলছি।

আমাদের পরামর্শ সেটাই থাকবে, আইন যেন সবাই মেনে চলেন। আইন না মেনে চললে জনদুর্ভোগ বাড়বে, জনদুর্ভোগ বাড়লে আমাদের নিরাপত্তা বাহিনীর যেটা করণীয় সেটাই তারা করবে।

বিএনপি বলেছে তারা চূড়ান্ত আন্দোলনে আছে। সামনে রাজনৈতিক পরিস্থিতি জটিল হবে। অনেকে সহিংসতার আশঙ্কা করছে। সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সহিংসতা, ভাঙচুর, অগ্নি-সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করব।

২০১৪ সালে বিএনপির সহিংসতা মানুষ এখনও ভোলেনি মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি ওই ঘটনা আবার ঘটাতে চায় তাহলে এদেশের জনগণ যা করার করবে। এদেশের মানুষ মনে করে তারা এ অন্ধকারাচ্ছন্ন সময়ে ফিরবে না, এদেশ আলোকিত রাখার জন্য যা যা প্রয়োজন তাই করবে।

নির্বাচনকে কেন্দ্র করে আন্ডার ওয়ার্ল্ড সক্রিয় হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, কারা আন্ডার ওয়ার্ল্ড তৈরি করেছিল, বাংলা ভাইয়ের জন্মদাতা কারা, তারা হাতপায়ের রগ কেটে মেধাবী ছাত্রদের হত্যা করেছিল, সেগুলো আপনারা সবাই জানেন। তারা যদি আবার বিশ্বাস করে সেই ধরনের ঘটনা ঘটিয়ে এদেশের সরকাকে বিব্রত করবে, তবে সেটা তাদের ভুল ধারণা। এদেশের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চলে, জনগণ যতক্ষণ সরকারের পক্ষে থাকবে ততক্ষণ এ ধরণের ধংসাত্মক রাজনীতি করে কেউ সুবিধা পাবে না।

বাংলাদেশ সময় : ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ০২,২০২৩

জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।